বৈদেশিক মুদ্রা প্রেরনের পর হিসেবের ব্যালেন্স জানার নিয়মাবলী:
আপনি Profile থেকে Request Balance Send বাটনে ক্লিক করুন।
NRB Services Team ১ (এক) কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলের মাধ্যমে Account Balance জানিয়ে দিবেন।
অনলাইনে রেজিষ্ট্রেশন ব্যাতিত টেলিফোনের মাধ্যমে হিসাবের ব্যালেন্স বলা হয় না কারণ এ ক্ষেত্রে একজনের ব্যালেন্স অন্য জনের জানার ঝুঁকি থাকে।
একজনের হিসাবের ব্যালেন্স অন্য জনকে বলা হয় না।
গ্রাহক ব্যালেন্স জানার পর করণীয়:
গ্রাহক প্রথমে তাঁর জমাকৃত ব্যালেন্স এর সাথে যেমন: ইউএস ডলার 1*84=বিডিটি হিসাব করবেন।
উদাহরণ: একজন গ্রাহক যদি 6000 ডলার এফসি হিসাবে জমা থাকেন তাহলে তিনি 6000*84=504000/- টাকা হিসাবে করবেন এবং তিনি ৫ লক্ষ টাকা ওয়েজ আর্নাস বন্ড করতে পারবেন বাকী ডলার আপনার হিসেবে জমা থাকবে।
প্রয়োজনে বন্ড ইস্যু হওয়ার পর একই পদ্ধতিতে পূণরায় ব্যালেন্স জেনে নিন। প্রয়োজনে বার বার বৈদেশিক মুদ্রা প্রেরণ করুন এবং প্রয়োজনে ব্যালেন্স জেনে নিতে পারবেন।
Notice:
অগ্রণী ব্যাংক লিমিটেড প্রবাসীদের জন্য www.agranibanknrb.org নামে অনলাইনে এফসি একাউন্ট খোলার মাধ্যমে সরকারের বন্ড করার ব্যবস্থা করছেন।
সম্মানিত প্রবাসীগণ আজই এ ব্যাংকের মাধ্যমে ডিজিটাল সেবা গ্রহন করুন।